একটা সময় ছিলো যখন আমি অত্যান্ত ধার্মিক ছিলাম
আমি রাতের পর রাত নির্ঘুম থেকে তাহাজ্জুদ নামাজ পড়েছি
আমি একসময় একটি ইসলামী রাষ্ট্র কল্পনা করেছি
একটা সময় ছিল যখন আমি নিয়ম করে মাসিক মদিনা পড়েছি
তারপর বহু পথ ঘুরে আমার মনে প্রশ্ন জেগেছে, আমার মুক্তি কিসে?
তারপর আমি পীরের দরবারে ঘুরেছি আমার প্রশ্নের উত্তরের সন্ধানে
কিন্তুু সব কিছুই যেন আজ মিছে
আমি দেখেছি কুসংস্কার কিভাবে আমাদের শেষ করে দিচ্ছে
আমি দেখেছি সর্গের নেশায় একজন মানুষ কিভাবে অন্যের রক্তে রঞ্জিত হচ্ছে
তারপর আমি দিশাহীন ভাবে ঘুরে বেড়িয়েছি সমাজতান্ত্রিক পথের সন্ধানে
আমি দেখেছি সমাজতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কত মানুষ অকাতরে তাদের জীবন দিয়ে দিল
আবার দেখেছি সেইসব নেতারা কিভাবে পুঁজিবাদের সাথে মিশে গেল
তখন আমার মনে প্রশ্ন জেগেছে এরা কি আসলেই সমাজতন্ত্র চাই?
নাকি সমাজতন্ত্রের মুখোশ পরে এরা ও পুঁজিবাদে বিশ্বাসী!
তারপর আমি দিশাহীন ভাবে ঘুরে বেড়িয়েছি পথ হারানো পথিকের মতো
আমি তখন পথে পথে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছি এক ফোটা জ্ঞানের জন্য ভিখারির মতো
আমি দেখেছি কিভাবে সমাজপতিরা জ্ঞানকে কাজে লাগিয়েছে নিজেদের মতো
আমি এখনও ঘুরে ফিরি পথ হতে পথে দিশাহীন
পথ হারানো পথিকের মতো
Share this