সবুজ পাতার রেডিওথেরাপি নিয়ে
বসে থাকে গিরগিটি।
ট্যাক্সির হুড ধরে মফস্বলে যায়
বোতাম ছাড়া দুঃখগুলো।
সিসিফাস ময়দানে ক্লান্তির পাহাড়
জ্বলে ওঠে দাবানলে
বেদনা লাল জেরক্স টাওয়ারগুলো
আপোষে ডাকে সুবর্ণা দিনগুলো তার।
এ শহর শান্তির শহর এ শহর সুখের
বিস্তারিত........