বাংলাদেশ বার কাউন্সিলের যুগোপযোগী সংস্কারের দাবীতে
শিক্ষানবিশ আইনজীবীদের ৩ দফা ঘোষনা :
১) অবিলম্বে ২০১৭ ও২০২০ সালের MCQ উত্তীর্ন শিক্ষানবিশ আইনজীবীদেরকে এ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তি করতে হবে এবং অপেক্ষমাণ প্রায় ৭০,০০০ (সত্তর হাজার ) শিক্ষানবিশ আইনজীবীদের পরীক্ষার তারিখ ঘোষনা করতে হবে ।
২) যেহেতু লিখিত পরীক্ষায় সময়ক্ষেপন হয় এবং লিখিত পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ইতিপূর্বে অনেকেই প্রশ্ন তুলেছেন ও হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষাও দুই ধাপে সম্পন্ন হয় সেহেতু বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা তুলে দিয়ে প্রিলিমিনারি ও ভাইভা এই দুই ধাপের মাধ্যমে নিম্ন আদালতের আইনজীবী তালিকাভুক্তি সম্পন্ন করতে হবে।
৩) অবিলম্বে নির্বাচিত আইনজীবীদের নের্তৃত্বে এনরোলমেন্ট কমিটি গঠন করতে হবে ।
সেই সাথে আগামী ২৩ই আগস্ট আইনছাত্র, শিক্ষক, অভিভাবক, আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের সম্মিলিত মহাসমাবেশ ঘোষনা করা হয়েছে। উক্ত সমাবেশে সকলকে অংশ গ্রহন করার জন্য আহবান করা হয়েছে ।
স্হান ও সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে ।
931 total views, 2 views today