সুনীল সমুদ্রের জনপদ
–তবে তুমি যদি হও কোন মরন ক্ষুধা তবে যদি হও পিপাসা; আর্তনাদ করে যদি তোমার শরীর।মরন যদি বাঁধে বাসা। তবে হও জল হও ঝরো আরো অবিরত, সাদা পানির মত। ঝরে পরো কান্নার মত নোনাধরা স্বাদের পিপাসা মেটানো জলের প্লাবন।কান্নার কোন দ্বিতীয় অর্থ আমার জানা নেই। নয়তো হও কোন বুকের ব্যাথা;কষ্টের উপসর্গ খারিজ কর। বুকের পেন্ডুলামের মতো গুনে গুনে দেও হৃদস্পন্দন।তবে কি তুমি মরন সুধা রকাক্ত কারবালা, নহরে প্লাবিত। তৃষ্ণার কথা বলে এসে ধরা পরে আবার কি বলো-প্রিয়জন হারানো ব্যাথা, নতুবা আত্মকথা।তবে হও, হও মহীয়ান গড়ে তুলো ইতিহাস, যুদ্ধ স্মৃতি; বিষন্ন স্মৃতির এক এপিটাফ গড়ে তুলো সাম্রাজ্যের শাসন রাজ দরবার। পানশালা আর মদের বোতলে জমানো কষ্টতিলে তিলে মরার থেকে, মরে যাওয়া ভালো।তবে কি তুমি ধ্বংস শহর, মৃতের আশ্রয়, নাকি তুমি-সংশয়, মিথ্যে কথার আদলে গড়া ঘুমন্ত রাজপুরী!
–মিথ্যে সকল ছুড়ে ফেলো, দাঁড় খুলে তুলে নেও অশ্রু।কষ্ট আঁকড়ে চলে যাও সমুদ্রের কাছে।একবুক অশ্রুজল লুকিয়ে ঘুমিয়ে আছে যে ফেলিন-সমুদ্র; আর কতটা নীল চাই তোমার, আর কতটা।ঘুড়ে দেখো ফেলে আসা সৈকতে তোমাকে কেউ ডাকেনি কেউ তোমাকে বলেনি, এ কষ্টটুকু আমার গভীরের ছিল।–চোখের স্বাধীনতা টুকু বাঁচতে শিখুক, কথা বলে উঠুকসমস্ত কান্না গুলো, সমুদ্রের গভীরে, হতাশা আর ক্লেশ-দুটো পথ খুজে চলুক, সমুদ্রের কাছে।এই কান্না আবারিত হয়ে ধরা দিবে বিশালতার মাঝে;এক ক্ষুদ্র জনপদে। সমস্ত কিছু দূরে ঠেলে দিয়ে চলে যাও আরো গভীরে। সুনীল ক্লান্ত শরীরে কি দেখতে পাচ্ছো! আরো একটু-অবারিত কর দু’চোখ বন্ধ কর; চোখ খুলে দেখ তোমারঅস্তিত্ব বিলীন হয়ে যাবে তোমার কষ্ট আর হতাশার।চারিদকে তাকিয়ে দেখ, আবারিত জনপদ কতটা একা-কতটা নিঃসঙ্গতার আড়ালে লুকিয়ে রেখেছে নিজেকে।কতটা গভীর সে বিষন্নতা আর সঙ্গহীন এক নিরবতা।নিশ্চুপ থেকে নিজের কথা গুলো বলে উঠো; সবকিছু।এক বিস্তৃত একা বিশালতার আড়ালে হারাবো সব।তাকিয়ে দেখ কি অবারিত নিঃসঙ্গতার মাঝে হারাবে- তোমার মনের এক অস্তিত্বের জনপদ তোমার জমা কান্না হারাবে সকল অতীত, তার বাহনকে সমস্তটা। সমুদ্রের কাছে তাকিয়ে দেখ তোমার নিজের বলে কিছুনেই এক সুনীল সমুদ্রের কাছে হারাবে তোমার জনপদ।
তাংঃ০৪।০৫।২০২০
332 total views, 1 views today