প্রকৃতির প্রেম
রবিউল ইসলাম
সকাল বেলায় হরেক পাখি
ডাকছে ডালে ডালে
মিষ্টি মধুর সোনালী রোদ
আমার ঘরের চালে।
সবুজ বনের শিশির ভেজা
কচি নরম ঘাসে,
চারিদিকে সবুজ দেখে
প্রাণ জুড়িয়ে আসে।
দীঘির জলে রবির কিরণ
ঝলমলিয়ে হাসে,
তারই মাঝে কতো রকম
শাপলা শালুক ভাসে।
কানন ভরা কতো যে ফুল
রোজই ফুটে থাকে,
মন ছুটে যায় গ্রামের পরে
ছোট্ট নদীর বাকে।
সকাল বেলায় ছুটে সবাই
আপন আপন কাজে,
প্রকৃতির প্রেম খেলা করে
আমার হৃদয় মাঝে।
173 total views, 1 views today