শিক্ষা গুরু
রবিউল ইসলাম
আক্কাস, আনছার,খোদাবক্স,
নুর মোহাম্মদ নুরু,
কমল, হাফিজ,সাখাওয়াত,
প্রথম শিক্ষা গুরু।
তাদের কাছে প্রথম শিক্ষা,
অ আ ক খ বর্ণ।
তাদের কাছে পাওয়া শিক্ষা,
মূল্যবান এক স্বর্ণ।
মাধ্যমিকে পা বাড়িয়ে,
যাদের কাছে শেখা।
তাদের কথা শেষ হবেনা,
যতই লিখি লেখা।
প্রধান শিক্ষক শফিকুল আর,
মজনুর খন্দকার বকুল।
তাদের কাছে পেয়েছিলাম,
ভালোবাসা অকুল।
সামাদ হুজুর,আফতাব,ফরিদ,
রুহুল আমিন জসিম।
দিয়েছিলেন অনেক শিক্ষা,
ভালোবাসা অসীম।
ভুলি নাই কো সংগীত স্যার,
পরপারে স্যার নাজির।
বিদ্যালয়ের অনুষ্ঠানে,
হবেন না আর হাজির।
খান, নাজিম,আহসান,শফিক
ম্যাম বন্ধনা,মমতাজ।
তাদের শিক্ষা ভালো যুক্তি,
শিখিয়েছেন ভালো কাজ।
যাদের শিক্ষা নিয়ে করলাম,
আমার জীবন শুরু।
সব সময়ে ভালো থাকুক,
সকল শিক্ষা গুরু।
55 total views, 1 views today