মাসুদ তারেক আবুল শাহীন
মেহেদী হাসান সুমন।
জানি না আজ কে কোথায় সব
আছে তারা কেমন।
ছোট বেলার দুষ্ট মিস্টি
আমার যত সাথী।
খেলার সময় পায় না কভু,
আর গল্পের সেই রাতি।
মনে পড়ে স্কুল দিনের
মতির আম বাগান,
ক্লাসের শেষে আড্ডা দিতাম
কখনো গাইতাম গান।
বয়সে যে ছোট্ট ছিলো
নাম টা তারই সাদ্দাম।
সে যে এখন অনেক বড়ো
দেশ জুড়া সুনাম।
পিন্টু নাইম আরো ছিলো
ফারুক আর রহমান,
মনে পড়ে নবীন দিনের
শারমিন কণার গান।
সোহেল নরোজ আরো অনেক
ছিলো আসাদুল।
সবার কথা লেখা হয় নাই
বুঝিস নারে কেউ ভুল।
ভালো থাকিস তোরা সবাই
আমার বাল্যবন্ধু।
তোরাই আপন তোরাই মহৎ
ভালোবাসার সিন্ধু।
74 total views, 1 views today