নারী
রবিউল ইসলাম
নারী তুমি মায়ের জাতি জানায় অজস্র শ্রদ্ধা,
সাফল্য অর্জন করতে তুমি পুরুষের সহযোদ্ধা।
হে মমতাময়ী নারী তোমার রক্ত মাংস গড়া আমার এ দেহ,
সেই নারীর ঋন শুধিবে, নাই এই ধরায় কেহ।
নারী কখনো আবার আমার আদরের ছোট বোন।
যাকে ছাড়া অপূর্ণ লাগে সুন্দর এভুবন।
কখনো সে আমার শ্রদ্ধেয়া বড় বোন,
মায়ের পরে, যিনি আমায় বাসেন ভালো, করে আদর যতন।
কখনো নারী আমার ঘরের সোভা, আমার সহধর্মিণী,
স্বামীর সেবায় বিলিয়ে দেয় তার, সাধের জীবন খানি।
সংসার সুখের হয় যদি হয় গুনী রমনী,
একথা আমার নয়, বলেছেন হাজারো গুনি।
কখনো আমার ঘর রাঙাতে, আসে আমার মেয়ে,
হাজারো ব্যথা বেদনা ভুলি তার মুখেতে চেয়ে।
জাহেলি যুগে মেয়ে শিশুকে দিতো জীবন্ত কবর।
কন্যা শিশু দেখলে তারা হয়ে যেতো বর্বর।
নারী শিশু মানে অশুভ, নারী মানেই আপদ।
সেই নারীর মর্যাদা বাড়িয়ে দিলেন প্রিয় মোহাম্মদ।
পুরুষের জীবনে হতে বড় নারীর ভুমিকা আধা,
নারী মানেই মায়ের জাতি জানাই অজস্র শ্রদ্ধা।।
288 total views, 1 views today