শোক সংবাদ
স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+৩
মসজিদের ঐ মাইক থেকে
কিছু বলবে মুয়াজ্জিন,
সাথে সাথে মুখের হাসি
হবে সবার যে বিলিন।
আকাশ ভেঙে পড়বে মাথায়
সকল কাছের স্বজনের,
কি হলো হাই কি হলো হাই
মা বলিবে বাজানের।
সাথে সাথে কান্নাকাটি
শোকাহত পরিবেশ,
প্রানের প্রিয় ঘরের বিবি
বলবে আমার সবিশেষ।
কেউ কাটিবে ঝাড়েরই বাশ
কেউ খুড়িবে মোর কবর,
কেউ আনিবে বরুই পাতা
সাবান নোবান আর আতর,
শেষ বিদায়ের গোসল শেষে
আমায় রাখবে খাটিয়ায়,
সাদা কাফন শোভা পাবে
আমার সাধের দেহটায়।
সারি সারি কাতার করে
সেদিন হবে জানাজা,
অভিভাবক চাইবে ক্ষমা
যার কাছতে করছে যা।
সাড়ে তিনহাত মাটির ঘরে
হবে আমার বিছানা,
এই বিছানায় হবে আমার
চিরোদিনের ঠিকানা।
আমার তোমার সবার তরে
আসবে মৃত্যুর এই স্বাদ,
আকাশ বাতাস ভারি হবে
বলবে যখন শোক সংবাদ।।
54 total views, 2 views today