প্রথম তোমাকে কবে দেখেছিলাম মনে নেই
শুধু মনে আছে সেটা কয়েক সেকেন্ডের জন্য
তোমার ছিপছিপে গড়ন আর এলো চুল
আমাকে সম্মোহিত করেছিল।
তোমাকে দেখে মনে হয়েছিল
যেন কোন সদ্য জন্মানো নিস্পাপ শিশু।
তারপর মাঝে মাঝে তোমাকে দেখেছি
আর বিস্মিত হয়েছি।
তোমাকে এক পলক দেখার জন্য
আমি মনে মনে খুঁজে ফিরেছি।
তারপর কেটে গেছে অনেক গুলো বছর
এতো বছরে আমি তোমাকে ভুলেই গেছি
তারপর ফেসবুকে হঠাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট
আমি যেন ফিরে গেলাম
আমার সেই দশ বছর আগের জীবনে।
তারপর আমি তোমার ফেসবুক প্রোফাইল
ঘুরে ঘুরে তোমার ছবিগুলো দেখেছি
আর মুগ্ধ হয়েছি
আমার এই ভালোলাগা
আমার একান্তই নিজস্ব
এতে তোমার কোন দায় নেই।
আমি জানি আমার মতো অনেক পুরুষই
তোমাকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে।
তোমার অসংখ্য ভক্তদের মাঝে
আমি একজন তোমার অতি নগন্য ভক্ত।
নিরবেই পূজা করে যাবো
আমি আমার দেবীর মহিমাকে
তুমি কখনও জানবে না
আমার মনের কথা।
লিখেছেন – আতিকুর রহমান
859 total views, 1 views today