করোনা মহামারিকালে সপ্তাহে তিন দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে (চেম্বার কোর্ট) ভার্চ্যুয়ালি বিচার কাজ চলবে। এজন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপীল বিভাগের বিচারক বিচারপতি মো. নূরুজ্জামানকে চেম্বার জজ মনোনীত করেছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রসাশন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতিতে আপিল বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করে গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা করা হয়।
বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
518 total views, 1 views today