বিস্তর স্বাধীনতা
আমি বলিনি, তোমাকে আসতেই হবে!
– বলিনি, ভালোবাসতেই হবে।
যে হাতে ছুঁয়েছি তোমায়, শীতল স্পর্শে আজন্ম বাসনায়।
শিশিরে ছোঁয়া নিবিড় বর্ষার ভেজা খামে, মগ্নতায় শত অপেক্ষার রাত্রী, নিকষ আঁধারে বিশদ মূর্চ্ছনায়….
যে একাকীত্ব করেছিলো আমায় দিকভ্রান্ত সমুদ্দুরে!
আমি বলিনি, তোমাকে আসতেই হবে!
– বলিনি ভালোবাসতেই হবে।
যে আঙুলের ব্যর্থ প্রয়াসে স্ক্রিনে জ্বলে থাকা সাদা উল্লাসে শত মানুষের ভিষণ ভীড়ে –
হারিয়ে যাওয়া কোন পুরোনো গানে, নতুনের পালাবদলে।
বদলে যাওয়া সূরে, পিছু ফিরে ডাকি নি অথবা কখনো;
চেয়ে থাকিনি তোমার পথে, ফিরবে বলে কোন সন্ধায়।
গৃহের আশ্রয়ে, উষ্ণতায় অথবা বিলাসিতায় হারানো কত ক্লান্তির প্রশ্রয়ে বেঁধে রাখিনি তোমায়
বাহুডোরে।
আমি বলিনি, তোমাকে আসতেই হবে!
– বলিনি ভালোবাসতেই হবে।
দূরান্তে অবেলায় মরিচিকার বিষন্নতা সমেত প্রাচুর্যে; নষ্টালজিক আবেগের শহুরে রাজপথে; ফিরে চলা পরিশ্রান্ত পথিকের চোখে, ক্যানভাসে অতল শীতলতায়।
আঁকি নি কোন অকূল চোখের তুমি, রঙের আচরে।
আমি বলিনি, তোমাকে আসতেই হবে!
স্বপ্নের মেঘ ছুঁয়ে শুভ্র বলাকা, নীলা ক্রান্ত আকাশে এতটুকু ছুঁয়েছিলাম তোমায় কাংখিত অবয়বে ব্যাকুল চোখে!
অনিদ্রায়, শত প্রহর জ্বলা এ্যাশট্রেতে সময়ের কালক্ষেপনে;
মুখরিত পেখম মেলে উড়ে চলা ধানসুনিটি; কবে –
আলোরিত ক্ষেত নিংড়ে, লাঙল চালিয়ে ছিল বুকে।
মনে নেই; আমার ভিশন ভ্রান্তি তোমাতে, অযস্র – আক্ষেপে।
আমি বলিনি, তোমাকে আসতেই হবে!
– বলিনি ভালোবাসতেই হবে।
অতন্দ্র প্রেমের জলাঞ্জলি বন্যায় হারিয়েছি সুফলা আবেগ!
অতীতের অতলে শ্রীহীন কাগজে শুভ্র সময়ে অলস
অক্ষর গুলো…
প্রাণ সঞ্চারে ব্যস্ত ব্যাকুল আকাঙ্খা মৃত বিস্তর।
এতটুকু ছুঁয়েছি তোমায়, অবাক চেতনায় অশ্রু সমেত!
রক্তিম প্রতিক্ষা প্রহরের শেষ বিকেলে, কখনও ভুলে; নিশথ আঁধারে!
আমি বলিনি, তোমাকে আসতেই হবে ।।
‘২০১৬ – ছেঁড়া চিরকুট থেকে’।
246 total views, 1 views today