বিপর্যস্ত চাষী
রবিউল ইসলাম
মাঠে ভরা সোনালি ধান
ফুটবে মুখে হাসি,
বাড়া ভাতে ছাই হয়েছে
বিপর্যস্ত চাষী।
কালবৈশাখী ঝড় বাদলে,
চাষী দিশে হারা,
নতুন ধান আজ মাঠে পড়ে
গজিয়েছে চারা
খরচ খরচা সার ও পানি
পরিশ্রম ও মেলা,
ধান কাটিতে পায় না মজুর
খুঁজে সারা বেলা।
ঘরের ধানে হবে না ভাত
খেতে হবে কিনে,
রাতে শুইলে ঘুম আসে না
মহাজনের ঋণে।
এতো কষ্টের সোনার ফসল
সস্তা তবু দামে,
কি বা মূল্য আছে বলো
চাষীদের এই ঘামে?
171 total views, 1 views today