আমি আজ ঘুরিয়া চলেছি
পৃথিবীর পথে পথে।
কত মিল – অমিল
আজ তোমাতে – আমাতে।
কত চোখের অশ্রু ঝরে ঝরে যায়
কে রাখে কার খবর।
কত মানুষ আজ অনাহারে থাকে
কে রাখে তার খবর।
কত মানুষের পৃথিবীটা আজ ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায়
কে রাখে তার খবর।
এক দিকে চলিছে মৃত্যুর মিছিল
আর একদিকে চলিছে জীবন নিয়ে খেলা
এমনি ভাবেই আজ এগিয়ে চলিছে
এই পৃথিবীর বেলা।
লেখক – আতিকুর রহমান
542 total views, 1 views today