দিন রাত্রির হিসেব সমীকরণ
এই’তো নাকি, কতটা পথ পাড়ি দিলে সূর্য হাসে আর
কতটা পথ পাড়ি দিলে রাত্রি ডাকে,
আর কতটা পথ বাকি –
স্বপ্নের মিছিলে, জানি একদিন থাকবো না।
জানি একদিন হয়তো পকেটে দুটো পয়সার জন্য
ছুটে বেড়াবো, দরবারে দরবারে, অর্থের হিসেব গুনে
গুনে খরুচে স্বভাবের দায় ভার নিয়ে কেটে যাবে দিন।
মাস শেষে তষ্করের মতন বাবার পকেট কাটবো!
সে সুযোগ হয়তো আর পাবো না,
কেননা বাবা তো বয়োবৃদ্ধ, তার রজনী কাটে বেলা – অবেলা অতীত স্মৃতির কথকতায়, দিন গুনে গুনে।
কবে মাস শেষে টাকার জাবরকাটা দিন আসবে ‘মোর’
ছেলের পথে পথে ঘুড়ে বেড়ানো হন্ঠন।
প্রেমিকার পদপিষ্টে, রঙচোটে যায় বিরুলিয়ান গোলাপ।
বহি মিয়ান হয়ে বসে থাকে রুপোর শিকল পড়া
মধ্যবিত্ত রাজকন্যার হাসি।
‘মোর’ ভালোবাসার অট্টালিকা
বাগান বিলাস, গাড়ী আর জলাধার বিলিতি ফোয়ারা
চোখে ভাসে, এক ম্রিয়মান সারথি
প্রেম অথবা সুকুমারী সুদীপ্তা শ্রুতি।
তবে তবু জয়তু নারী!
ভালোবেসেছো বৈকি মানুষ করো নি।
যোজন ফারাক বিশ্বামিত্র আর ভালোবাসার।
রঙচঙে ক্যানভাস আর
অপ্সরা ছবির জলরঙে জলরাশি!
একদিন ভোর হয়,
চোখ থেকে প্রেম ছোটে
ট্রেনের হুইসেল বাজে বাবার দেয়া শেষ ধমকের মতন।
ঘুরে ঘুরে কেনা নকশি চাদরে বাবার অনেক স্বপ্ন বোনা।
অবারিত জোছনার রাত্রি জাগা,
ঘুম ঘুম বেলা অবেলা ।।
গাজীপুর,সদর। মোঘর খাল মঞ্জু ভিলা।
তাংঃ০১।০৫।২০২০।
রাতঃ ৩.৪২ মিনিট।
252 total views, 1 views today