দালান জাহান একজন কবি ও গীতিকার। তার জন্ম ময়মনসিংহে, বেড়ে উঠেছেন ময়মনসিংহের ব্রম্মপুত্রের তীরবর্তী অঞ্চলে। তিনি বাংলায় অনার্স করেছেন বর্তমানে কর্মসূত্রে তিনি ঢাকায় বসবাস করছেন। একান্ত শখের বশবর্তী হয়ে তিনি অল্প-বিস্তর লেখেন। এ-ই পর্যন্ত তার চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে ২০১৮ বইমেলায় প্রকাশিত “ব্লাড ফায়ার” সর্বাধিক আলোচিত কাব্যগ্রন্থ। বাংলাদেশের জাতীয় দৈনিক (প্রথম আলো ব্যতীত) যুগান্তর, ইত্তেফাক, সমকাল, ইনকিলাব, যায়যায়দিন, মানবকণ্ঠ, ভোরের কাগজ, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন সহ প্রায় সকল পত্রিকাতেই তার লেখা নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন ম্যাগাজিনে এছাড়াও বিভিন্ন ওয়েব ম্যাগাজিন ওয়েবজিন পোর্টালে তার লেখা নিয়মিত প্রকাশিত হতে দেখা যায়।
দালান জাহানের সাম্প্রতিক লেখা সমূহ
323 total views, 1 views today