জন্মদাগ
মানুষের ওয়াদা করা জন্মদাগ শরীরেই লুকানো আছে,
ভুলে যাওয়ার দগ্ধ ইতিহাসও হাতের মুঠোয়। জাহান্নামের আগুন চিন্তার আকাশে উদিত হলে ;
মৃত্যুকে অস্বীকার করার দুঃসাহস উবে যায়।
তবুও প্রকাশ্যে কালো হাত যতটুকু প্রলম্বিত করা যায়;
পাহাড় ভেঙ্গ চুরমার করে, নদী ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে,
সবুজ অরণ্য, বনভূমি পশুপাখি ছিড়েখুড়ে খাবলে খায়,
মানুষের শিরায় উপশিরায় তখন পশুর রক্ত বহে।
মানুষ ভুলে যায়; এক টুকরো মাটি রাখতে হয় পায়ের নীচে,
একখন্ড আকাশ রাখতে হয় মাথার উপড়,
একটু বিশুদ্ধ বাতাস রাখতে হয় বৈয়ামে ভরে,
একটা নদী, বাদাম তোলা নৌকা, একটা গাছ, দু’ একটা পাখি, কিছু ফুল, পশুপাখি, অরণ্যের সবুজ,
এগুলোও সঞ্চয় করে রাখতে হয় মাটির ব্যাংকে,
মানুষ ভাবে এই পৃথিবী তার একার।
অথচ মানুষ এই পৃথিবীর এক সন্তান মাত্র।
মানুষের ওয়াদা বরখেলাপ করা জন্মদাগই একদিন মহামারী হয়ে ভেসে উঠে।
লেখক মোঃ জাফর সাদেক
635 total views, 1 views today