চট্টগ্রামে প্রথমবারের মতো একজন করোনা রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক সমিরুল ইসলামের শরীরে এই প্লাজমা দেয়া হয়।
সমিরুল ইসলাম চমেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ১১ দিন ধরে করোনায় ভুগছেন। প্রথমদিকে বাসায় চিকিৎসা নেন। পরে ২১ মে তাকে চমেক হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেয়া হয়।
চমেক হাসপাতাল সূত্র জানায়, করোনা থেকে ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠা মো. তারেক নামে এক ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে তা এই চিকিৎসকের শরীরে দেয়া হয়।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে চিকিৎসা চলছে ডা. সমিরুলের। মঙ্গলবার সকালের দিকে তার অক্সিজেনের সেচুরেশন কমে গেলে অক্সিজেনের চাপ বাড়ানো হয়। এরপর সন্ধ্যার দিকে তাকে ২৫০ মিলিলিটার প্লাজমা দেয়া হয়।
চট্টগ্রামে এই প্রথম কোনো করোনা রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হলো।
306 total views, 1 views today