খেলার সাথী
রবিউল ইসলাম
আমায় ছেড়ে অনেক দুরে
আছে আমার খেলার সাথী,
আজো আছি অপেক্ষাতে
বকুল ফুলের মালা গাথি।
চুপটি করে ডাকলে আজি
পায়না তারই কোনো সাড়া,
ছেলে মেয়ে খেলে না কেউ
মাতে না আর পুরো পাড়া।
ভরদুপুরে ছুটে যেতাম
ঘর টা ছেড়ে নদীর পাড়ে,
গামছা দিয়ে ধরিতাম মাছ
চড়িতাম যে কলার মাড়ে।
যেতাম ছুটে মেঠোপথে
মাঠ পেরিয়ে গভীর বনে,
পেড়েছি আম, তেতুল ও জাম
আছে আজো সবই মনে।
খড়পাতাতে ঘর বানিয়ে
করেছি যে কতো খেলা,
নাওয়া খাওয়া যেতাম ভুলে
এমনি করে কাটতো বেলা।
সবে মিলে করছি কতো
চালে ডালে চড়ুইভাতি,
খেলার সাথী পায় না এখন
তারে খুজি দিবারাতি।
170 total views, 1 views today