ঈশ্বরলিপি
অন্ধকারের উৎস লিখতে তার ঘরে যাই
সে হাতে তুলে দেয় দুটো সাদা সন্দেশ
তখন আমি কাকে লিখব! বুঝতে পারি না
লিখতে যাই দুটো বৃক্ষের নাম
সে ঈশ্বর-ঈশ্বর বলে ঢুকে যায় আমার কলমের ভেতর
আমিও কেমন জরাগ্রস্ত বাছুরেরও মতোনহাম্বা হাম্বা করি লিখে ফেলি
ঈশ্বর এভাবেই দিনে দিনে আমরা ঈশ্বরকে
ঈশ্বরের চেয়ে বড়ো করে ফেলি।
লেখক- দালান জাহান
340 total views, 1 views today