আহুত ভালোবাসা মোহাম্মদ জাফর সাদেক
পলাতক ভালোবাসা, সমাহিত সুসময়কবরিক অন্ধকার ছিঁড়ে আসো;
ভাঙো দেয়াল, সুড়ঙ্গ শেষের আলোর বীজ-
যাত্রার ঘন্টাধ্বনি বাজাও, ছুটির ঘন্টার বিপরীত।
নীলিমার রঙচামড়া হরহর বদলে যাবার সামিয়ানা উন্মুখ,
নির্লিপ্ত তারা’র সুহাসিত ঘষা মাঝায়দ্যূতিময় লজ্জা,
চাঁদের ফোয়াড়ায় ফেরি করা আলোর নিশান ঘুরো, ঘুরে দাঁড়াও।
সীমানা’রা সব ঘুম ভেঙে দাঁড়াবে মাটির আনুভূমিক,
জোয়াড় ভাঙার স্বকামে অক্ষম জাতি পাবে জোঁয়াল ও জমিন,
বাঁধ সাধার লড়াই পূর্বরাগ হয়ে আসবেস্বস্ত্রীক সঙ্গম,
জঞ্জাল তৃণাদ, জলযোগে ভাসমান উদ্বাস্তুর অবয়ব ছায়া
আগুনমুখ হা করে আছে, বরযাত্রী পঙ্গপালের মুখাগ্নী আশা,
চেয়ে দেখো ; ভোরের আঙিনায় সূর্যমুখী ফোটার রশ্মি জ্বলে,
বলক দেয়া ভাতে রমনীর লজ্জাবনত রাধাসম প্রেম হাসে,
ভালোবাসা- আগাও, এগিয়ে যাও কাঁটা তারের বেড়া খেয়ে খেয়ে,
পাসপোর্ট, ভিসার মামুলী কাগুজে বিধিলিপি রাখো উইপোঁকার ঢিবি,
শাবকেরা সব স্তাবক তাবিজ গলায় ঝুলাবে গজমতি হার,
সোল্লাসে ফোটাবে সন্ধ্যার তারাবাতি আকাশ সমান,
এ বড় বিষম ভার, লাঙল জোঁয়াল ফেলে আরও একবার করা ভালোবাসা চাষ।
ভিতরে ভিতরে যতোই নগ্ন কীট বেসামাল উল্লাস,
নিপাত নিক্কন বাজুক হাওয়ার রজ্জু আর রাতের করোটি নাপাক, মিশমিশে কালো অন্ধকার সব বরফ পাহাড় জ্বলে জ্বলে জলীয়বাষ্প , উড়ে যাক।
মুখোশপড়া গবাধিপশুর পাল, গোয়াল ঘরে ঝুলানো চোঙা, ঝুলুক- প্রাণহীন প্রাণ।
শতাব্দীর শত পাঁচিল ডিঙিয়ে শার্সিতে স্থায়ী হউক মায়াবী বাঁধন, ভালোবাসা চলাচলের উড়াল সেতু খোলে দাও। যুদ্ধের দামামা,রক্ত ফরাস,
শীতল বুলেট, বোমা; কর্কট রোগে আক্রান্ত অসুস্থ পুরাতন এই পৃথিবী,
বধ্যভূমিরর মধ্যজমিনে সমাহিত করো হে আহুত ভালোবাসা।
ফুল ফোটাও, ফুলের গাঁয়ে ফুল ফোটাও অগণন ফুল সৌন্দর্ভ;
তোমার পাশে নির্ভার ঘুমুতে চায় অবুজ শিশুর সবুজ হাসি-কান্না,
কৈশোরে খেলা লাটিম ঘুরানো, পৃথিবীকে হাতের মুঠোয় নেয়া সুখ সুখ স্মৃতি,
রঙীন স্বপ্নে উড়ানো আকাশ, ছিঁড়ে ছিঁড়ে যাওয়া ঘুড়ি, হাত ফস্কা নাটাই,
খসে পড়া প্রেমের আবছায়া, আড়ালে আগুন জলছবি,
তোমার হাতে হাত ধরে গন্তব্য চায় এইসব চিরচেনা আলো-ছায়া খেলা।
রাঙা মাটির পথে শত বছর জমে থাকা ভালোবাসার স্বপ্ন সারথী-
বড় অভিমানী, শখের জৌলুসে বাঁধাই করা হীরক-খচা,
হায় ভালোবাসা! ভালোবাসি, তোমায় বড় বেশী ভালোবাসি।
এইসব- সুখ, দুঃখ, বেদনা চিরতরে হারালে, মৃত্যু হারাবে দুঃসংবাদের স্বাদ,
ভালোবাসা ; তখন তুমিও আর আসবেনা জানি এই আশালয়ে,
পৃথিবীর জীভে লেগে রবে তখন পরাজিত প্রেমের পারিজাত,
আমি, তুমি, সে কিংবা ভালোবাসা,
সবকিছু তখন- শূন্যের সমান, শূন্যের সমান।।
561 total views, 1 views today