আরজ আলী মাতুব্বর ১৭ ডিসেম্বর, ১৯০০ সালে বরিশালের লামচরি গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি একজন স্বশিক্ষিত বাংলাদেশী দার্শনিক, মানবতাবাদী, চিন্তাবিদ এবং লেখক ছিলেন। তার প্রকৃত নাম ছিলো “আরজ আলী”। আঞ্চলিক ভূস্বামী হওয়ার সুবাধে তিনি “মাতুব্বর” নাম ধারণ করেন। গ্রামের মক্তবে অল্প সময় পড়াশোনা করেন। তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান, ইতিহাস, ধর্ম ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন। ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে। কৈশরের একটি ঘটনায় তিনি সত্য অনুুুুসন্ধানে ব্যাপৃত হন। তাঁর মায়ের মৃৃত্যুর পর মৃত দেহের ছবি তোলার দায়ে কেউ জানাজা পড়ে লাস দাফন করতে রাজি হয় নি। শেষে বাড়ীর কয়েকজন লোক মিলে তাঁর মায়ের সৎকার করেন। এই ঘটনায় তিনি সত্য অনুসন্ধানে ব্যাপৃত হন। তিনি সত্যকে জানার জন্য ব্যাপক গ্রন্থ অধ্যায়ন করেন। তিনি তার ৮৬ বছরের জীবনকালে ৭০ বছরই লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করে। জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন ‘আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি’। তিনি বাংলা একাডেমীর আজীবন সদস্যপদ (১৯৮৫), বাংলাদেশ লেখক শিবিরের ‘হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার’ (১৯৭৮) ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (বরিশাল শাখা) সম্মাননা (১৯৮২) লাভ করেন। তিনি ১৯৮৫ সালের ১৫ মার্চ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
343 total views, 1 views today