সুপ্রিমকার্ট বারের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সালের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে- এমন অভিযোগ তুলে আইনজীবীদের তলবি সভা (জরুরি মিটিং) করার আহ্বান জানিয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩১ আইনজীবী।
বারের সভাপতি ও সম্পাদক বরাবর আবেদনটি সরাসরি ও কুরিয়ারে দেয়া হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন আইনজীবী জুলফিকার আলী জুনু।
তিনি বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল, বাজেট প্রণয়ন না করে সমিতির ফান্ডের টাকা ইচ্ছামাফিক ব্যয় করা, কর্মচারীদের বিনা নোটিশে ছাঁটাইসহ নানা অভিযোগে তলবি সভার আহ্বান করা হয়েছে।
সমিতির সভাপতি, সম্পাদক বরাবর লিখিত আবেদনে বলা হয়, সমিতির গঠনতন্ত্রের ৫০ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন করে অবৈধ প্রক্রিয়ায় ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির ক্ষমতা দখল করা হয়েছে, যা অবৈধ।
এ ছাড়া সমিতির গঠনতন্ত্রের ৪৯(ক) অনুচ্ছেদ বলে যথাসময়ে বাজেট প্রণয়ন না করে সমিতির ফান্ডের টাকা উত্তোলন করে খরচ করা হয়েছে, যা অবৈধ ও আত্মসাতের শামিল।
এদিকে ভবন পরিষ্কারের জন্য অসংখ্য নিয়মিত ক্লিনারদের করোনার এই দুঃসময়ে বিনানোটিশে চাকরিচ্যুত করা হয়েছে, যা অমানবিক।
আরও বলা হয়, আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ১৭(৩)(ক) অনুচ্ছেদ মোতাবেক তলবি সভা আহ্বান করার নিয়ম রয়েছে।
সূত্রঃ জাগোনিউজ
261 total views, 1 views today