আগামী বুধবার থেকে খুলছে সুপ্রিম কোর্ট। উচ্চ আদালতে বিচারকাজ পরিচালনার জন্য ৩৫ ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি একচুয়াল (নিয়মিত) বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৩৫ ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪ টি ডিভিশন ও ১১ টি একক বেঞ্চ গঠন করা হয়েছে । অন্যদিকে ১৮ টি নিয়মিত বেঞ্চের মধ্যে ১৩ টি ডিভিশন ও ৫ টি একক বেঞ্চ রয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে সার্কুলার জারি করেছে।
এর আগে থেকে হাইকোর্ট বিভাগে রেগুলার বেঞ্চ বসানোর জন্য আদালত কক্ষ সমূহকে বিশেষভাবে গোছানো হয়।
এর আগে গত ৬ আগস্ট সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল ও শারিরিক উপস্থিতিতে একচুয়াল উভয় ধরণের আদালত পরিচালনার সিন্ধান্ত নেওয়া হয়। বিচারপতিদের মতামতের ভিত্তিতে এ সিন্ধান্ত দেন প্রধান বিচারপতি।
করোনার কারণে ১১ মে থেকে উচ্চআদালতে শুধুমাত্র ভার্চুয়ালি ভাবে বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল। আজ ১৮ টি নিয়মিত বেঞ্চ গঠনের মধ্যে দিয়ে স্বাভাবিক বিচার ব্যবস্থায় ফিরলো দেশের সব্বোর্চ আদালত। হাইকোর্টে নিয়মিত বেঞ্চ গঠন করায় অভিনন্দন জানিয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।
1,106 total views, 1 views today