রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।
উল্লেখ, নতুন করে এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রাপ্ত হওয়ায় ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে তাঁর কার্যালয়ের প্রায় শতাধিক আইন কর্মকর্তা ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
656 total views, 1 views today