বিজিএমইএ এর সভাপতি রুবানা হক বলেছেন যে গার্মেন্ট সেক্টরে যে শ্রমিক ছাঁটায় চলছে তা এই জুন মাসে আরো শ্রমিক ছাঁটায় হবে।
গার্মেন্ট সেক্টরে যেন শ্রমিক ছাঁটায় না হয় তার জন্য সরকার শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকা দিয়েছেন গার্মেন্ট মালিকদের। তার পর দেখলাম গার্মেন্ট মালিকরা শ্রমিকদের ৪০% বেতন কেটে দিলেন।
আসলে ব্যবসায়ী তো ব্যবসায়ীই তারা আর মানুষ হতে পারলো না। করোনা ভাইরাস অনেকের সব কিছু শেষ করে দিয়েছে আর গার্মেন্ট মালিকরা এখানেও ব্যবসা খুঁজছেন।
অমানবিক গার্মেন্ট মালিকরা করোনা ভাইরাসের কথা বলে একদিকে সরকারের কাছ থেকে প্রণোদনা নিচ্ছেন, আবার আরেক দিকে শ্রমিক ছাঁটায়, শ্রমিকদের বেতন বোনাস কমিয়ে দিচ্ছে।
এই গার্মেন্ট মালিকরা ৪০ বছর ধরে ব্যবসা করছেন, কেও কেও এই ব্যবসা করে টিভি উপস্থাপক থেকে বাবার ৮৪ হাজার টাকার ব্যবসা আজ হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ যে শ্রমিকরা এই গার্মেন্ট মালিককে টিভি উপস্থাপক থেকে বাবার ৮৪ হাজার টাকার ব্যবসা আজ হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিলো সেই শ্রমিকরা আজ পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে।
142 total views, 1 views today