অংকের সমীকরণ।
একা এক সঙ্গহীন দিন, একা বিষন্ন সময় এতটা একা ঠিক কতটা দূর থেকে ভালোবাসা যায়।
কতটা দূরে…
সময়ের ক্রান্তিবলয় পাড় হয়ে অসীম সময়।
যতটা চাও নাই কখন ও মুর্খ সময় ক্লান্ত আরক্ত হলো চলে যাওয়া কথার ছোবলে গ্রাস হয় তিমির
জীব সম্মোহন করে বলে দেয়, এইতো অনেকটা পথ, কতটা দূর হেটেছো আর কতটা বাকি।
.
এই তো সেদিন জীবন থেমে ছিলো।
কাছ থেকে কাছের স্মৃতি দূরে চলে যায়।
কখনও মনে পড়ে না এমনও সময় আসবে।
.
মুক্তির পথ যেদিন তোমার আসবে, মুক্ত হবে সব
বলবে কথা কতটা অবশিষ্ট।
আর কতটা বাকি।
কখনও না দেখা সূর্যকে বিশ্বাস করতে নেই।
জানি সুদিন আসবে।
একদিন স্বপ্নের সারথি ভেঙে মেঘদল তুলবে প্রলয়
বলবে কথা যা তোমার নয়।
কখনও কি তোমার ছিলো?
233 total views, 1 views today